তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 22 January 2021 , 1:50:41 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে সবুজ তারাগঞ্জ সার ,কীটনাশক ও বীজ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৭০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুুুয়ারি) বিকেলে তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ মাঠে ওই শীত বস্ত্র বিতরন অনুুষ্ঠিত হয়। তোফাজ্জল হোসেন দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ- বদরগঞ্জ রংপুুর -২ এমপি আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন ,উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, এস এম মহিউদ্দিন আজম কিরণ, দেলোয়ার হোসেন, সমবায় অফিসার শারমিন আক্তার সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমিতির সদস্যবৃন্দ।
ওই অনুষ্ঠানের আলোচনা শেষে শীতার্ত মানুষের হাতে অতিথিবৃন্দ শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।