সারাদেশ

তারাগঞ্জে সবজির মূল্য আকাশ ছোঁয়া-দিশেহারা ক্রেতা

  খলিলুর রহমান (খলিল) 18 August 2020 , 10:36:53 প্রিন্ট সংস্করণ

রংপুরের তারাগঞ্জে হঠাৎ করে বাজারে সবজির মূল্য বেড়েছে। তবে ডিমের মূল্য স্বাভাবিক থাকলেও বয়লার মুরগীর মূল্য কমেছে। সবজির বাজারের মূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন ক্রেতারা। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

সরেজমিনে বিভিন্ন বাজারের ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, বিভিন্ন এলাকায় বেশী সময় ধরে বন্যার কারণে সারাদেশে সবজির উৎপাদন কমে গেছে। যার প্রভাবে বাজারে কিছুটা দাম বেড়েছে। গত ১ সপ্তাহের ব্যবধানে বাজারে বিক্রি হওয়া আলু, পটল, বেগুন, বরবটি, ঢেঁড়স, ঝিঙ্গা, করলা, পেঁপেসহ প্রায় সব ধরণের সবজির মূল্য বড়েছে।

তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজার বুড়ির হাট হাজীর হাট ইকরচালি বাজার ডাংগির হাট সহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষার কারণে মান ও বাজার ভেদে বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, বরবটির কেজি ৪৫ টাকা, চিচিঙ্গাঁ ৪৫ টাকা, পটল ৪০ টাকা, করলা ৬০ টাকা থেকে ৮০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৪৫ টাকা, কচুর মূখি ৫০ টাকা, কাকরোল ৪৫ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, দুধকুষি ৮০ টাকা দরে কেজি বিক্রি হচেছ। সবজির সাথে মূল্য বেড়েছে কাচা মরিচের। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০থেকে ২০০ টাকা ও পিঁয়াজ প্রতি কেজি ৩০থেকে ৪০টাকা ।

এছাড়াও গুরুর গোস্ত ৫৬০ থেকে ৫৮০ টাকা ও খাসির গোস্ত ৭৫০ থেকে ৮০০শত টাকায় কেজি বিক্রি হচেছে। অপর দিকে কয়েকদিন আগে বেড়ে যাওয়া ব্রয়লার মূরগীর দাম কমে ১শত টাকা থেকে ১১০ টাকায় বিক্রি হচেছে। বাজারে ডিমের মূল্য স্বাভাবিক রয়েছে। ঈদের পর থেকে ১শত ডিম ৮শ টাকায় কিনে ৩৪ টাকা হালিতে বিক্রি হচেছে।


তারাগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী হাবিব ও এনদা মিয়া বলেন,এখন বেশীরভাগ সবজির মৌসুম শেষ। কাজেই সবজির দাম কমার সম্ভবনা খুব কম। করোনা ভাইরাস প্রার্দূভাবের শুরু দিকে সবজির দাম অনেকটা কম ছিল। তাছাড়া এখন বর্ষা ও বন্যার সময়। সব সবজির পচনটা তাড়াতাড়ি হয।

কয়েকজন ক্রেতা বলেন, আসলে সব কিছু কন্টোলের বাহিরে রয়েছে। করোনার সময়ে হাতের অবস্থাও ভালো নয়। এর সাথে পাল্লা দিয়ে দাম বাড়ছে। আমরা সাধারণ জনগণের নাভিম্বাস উঠার উপত্রম। সরকারের যারা নীতিনির্ধারক রয়েছে তাদের একটু খেয়াল রাখা দরকার। তাহলে সাধারণ জনগণ ও নিম্ন আয়ের মানুষেরা কিছু উপকৃত হবে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।