বঙ্গ ডেস্কঃ 29 October 2020 , 7:21:08 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে নতুন চৌপথি বাস স্ট্যান্ডে তারাগঞ্জ ও/এ সরকারি কলেজ গেটের বিপরীত পার্শে হাওয়া মেশিন (ব্রয়লার) বিস্ফোরণে ২ জন গুরুতর আহত হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) বিকেল ৪ টার দিকে আপুদ্দী মিয়ার ওয়ার্কশপ থেকে হাওয়া মেশিন (ব্রয়লার) বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের সঙ্গে আহত হয় ওই ওয়ার্কশপের মালিক কুর্শা অনন্তপুর গ্রামের আপুদ্দি মিয়া ( ৬৫ ) পথচারী কুর্শা দোলাপাড়া গ্রামের ছাবেতন বেওয়া (৭৫)। ঘটনার পরে তাদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
রোগীর অবস্থার অবনতি হলে রমেকে চিকিৎসার জন্য রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনাস্থল পরিদর্শন করেন কুর্শা ইউপি চেয়ারম্যান আআফজালুল হক সরকার তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন।
ইসমাইল হোসেন ছাবেতন বেগম ও আপুদ্দি আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাবেতন বুড়ি আশংকা জনক রয়েছে।