তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: 11 January 2021 , 10:13:35 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে ৯৮ বোতল ফেনসিডিলসহ একটি মোটর সাইকেল উদ্ধার করেছেন রংপুর জেলা ট্রাফিক পুলিশ ।
সোমবার (১১ জানুয়ারি) নতুন চৌপতি বাসস্ট্যান্ড এলাকায় জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আব্দুল খালেক, পিএসআই জাহিদসহ গাড়ির কাগজপত্রাদি চেক করছিলেন।
এক পর্যায়ে দুইজন হেলমেট পরিধান যুবক সহ একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল রংপুর- সৈয়দপুর মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তাদের সন্দেহ হলে দায়িত্বরত অফিসার তাদের আটক করে কাগজপত্র দেখতে চান।
পরে মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে আসার কথা বলে বেশ কিছু সময় অতিবাহিত করেন। দুই যুবক কাগজপত্র নিয়ে না আসায় গাড়িটি জব্দ করার লক্ষ্যে চেসিস নাম্বার দেখতে যান। এতে কৌশলে গাড়ির পেট্রোল ট্যাংকির সঙ্গে বিশেষ কায়দায় রাখা ৯৮ টি ফেনসিডিলের বোতল দেখতে পান।
পরে তারাগঞ্জ থানা পুলিশকে খবর দিলে ফেনসিডিলসহ মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে ।
তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটর সাইকেলসহ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, তবে ওই ঘটনায় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ।