খলিলুর রহমান খলিল: 3 September 2020 , 2:23:37 প্রিন্ট সংস্করণ
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গলিতে ময়লা আবর্জনার পাহাড় জমে আছে । যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় গলিটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ।
অপরিকল্পিত বর্জ্য অপসারণ ও কাঁচামাল ব্যবসায়ীদের অবহেলার কারণে চলাচলের এই রাস্তাটি থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে ।
বুধবার সরেজমিনে দেখা গেছে, দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে নাকে রুমাল দিয়ে কেনাকাটা করছেন পথচারী সহ ক্রেতারা ।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন , কাঁচামাল ব্যবসায়ীরা এই পরিস্থিতির জন্য দায়ী । তারা ময়লা-আবর্জনা দূরে না ফেলে গলিতে ফেলেছেন । যার ফলে দূষিত হচ্ছে বায়ু, নষ্ট হচ্ছে পরিবেশ পরিস্থিতি।
কাঁচামাল ব্যবসায়ী এন্দা মিয়া জানান , ময়লা-আবর্জনা ফেলার নির্ধারিত স্থান থাকলেও যথাসময়ে ময়লা অপসারণ না করায় বিভিন্ন ব্যবসায়ীরা যত্রতত্র ময়লা ফেলছেন।
এ ব্যাপারে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী জানান,মসজিদ কমিটিসহ আমরা বারবার নিষেধ করার পরেও কিছু ব্যবসায়ী গলিতে ময়লা ফেলছেন। ফলে মুসল্লিদের চলাচলে যেমন অসুবিধা হচ্ছে তেমনি মুসল্লিদের নামাজ পড়তে বিঘ্ন ঘটছে।
কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার বলেন, শুধু গলি নয় হাটের সকল তদারকির দরকার আমি মনে করি।
বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন আফান বলেন, দ্রুত ময়লার ভাগাড় সরিয়ে হাটের গলিসহ ফুটপাতে চলাচল উপযোগী করার দাবি জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে ।