আরিফ শেখ 19 December 2020 , 6:04:28 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ‘তারাগঞ্জ স্টুডেনটস অ্যাসোসিয়েশন’ কমিটি গঠনের উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ ডিসেম্বর) শনিবার তারাগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে তাজমুল ইসলাম তাজুর সভাপতিত্বে ও বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক মিশু রুশদের উপস্থিতিতে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমিটির সম্ভাব্য পরিচালনা পর্ষদ ও সদস্যরা ।
উক্ত আলোচনা সভায় সংগঠনের উদ্বোধন, নাম নির্ধারণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় ।
কমিটির সম্ভাব্য সভাপতি তাজমুল ইসলাম তাজু বলেন , আমাদের তারাগঞ্জের যেসব ছাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন ও অধ্যায়নরত রয়েছে তাদের সবার একটি মিলন মেলা হবে তারাগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন। কমিটির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ৪০ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হবে। অতি শীঘ্রই আমরা নিম্নআয়ের ও হতদরিদ্রদের পাশে দাঁড়িয়ে আমাদের কমিটির আনুষ্ঠানিক ভাবে শুভযাত্রা করতে যাচ্ছি। আশা করি সকলের সহযোগিতায় কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যেতে পারব। এজন্য সকলের সহযোগিতা চাই।
সমাজসেবক মিশু রুশদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সম্পুর্ণ নতুন একটি কমিটি গঠন হচ্ছে। এই সংগঠন এর মাধ্যমে আমরা শিক্ষার মান-উন্নয়নে কাজ করে যাবো। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরির লক্ষ্যে কাজ করারও সিদ্ধান্ত নিয়েছি আমরা।