রংপুর

তারাগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে অসহায় শীতার্ত ও দরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ

  তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি 2 January 2021 , 9:31:27 প্রিন্ট সংস্করণ

তারাগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে অসহায় শীতার্ত ও দরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২জানুয়ারি) তারাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয় ।

উক্ত অনষ্ঠানে উপস্হিত ছিলেন সংগঠনের সভাপতি  তাজমুল ইসলাম তাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রুশোদ মিশু, ফয়জুল করিম পলাশ (বিসিএস সাধারণ শিক্ষা)। সার্বিক সহযোগিতায় এমবিবিএস তৃতীয় বর্ষের জিম, লিওন (বি বি এ তৃতীয় বর্ষ), অর্পণ (১ম বর্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ও সাংবাদিক আরিফ শেখ, খলিলুর রহমান সহ সংগঠনের সকল সদস্য প্রমুখ।

বিশিষ্ট সমাজসেবক রুশোদ মিশু বলেন, মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই  সমাজের সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা  নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

টি এস এ এর সভাপতি তাজমুল ইসলাম তাজু বলেন, কোন নির্বাচনে প্রতিনিধিত্ব করতে নয়, দূর্নীতির টাকায় নয়, অন্যজনের জন্য ভোট চাইতে নয়, শুধুমাত্র আল্লাহপাকের সন্তুষ্টি লাভের আশায় সম্পূর্ণ নিজের টাকায় মানুষের দোয়া পাওয়ার জন্য এই শীতবস্ত্র বিতরণ করছি আমরা সকল সদস্য মিলে। এ ধারা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।