সারাদেশ

তিনদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

  মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ , নীলফামারী প্রতিনিধি 5 September 2020 , 9:56:30 প্রিন্ট সংস্করণ

তিনদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শিমুলবাড়ী ইউনিয়নে প্রেমে প্রতারণার শিকার এক কলেজ ছাত্রী প্রেমিকের মোবাইল ও ফেসবুক বন্ধ পেয়ে তিন দিন ধরে তার বাড়িতে অনশন করছে। ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার জলঢাকা সদর উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিন (চেয়ারম্যান পাড়া) গ্রামে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বা মেম্বাররা ঘটনার কথা জানলেও আজ তিনদিন থেকেও , কোনো পদক্ষেপ নেননি। প্রেমিক গৌতম রায় (২৩) দক্ষিন (চেয়ারম্যানপাড়া) গ্রামের অজয় মাষ্টারের ছেলে। অত্র ইউনিয়নের শিমুলবাড়ী এস সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক । অনশনরত ওই কিশোরী স্থানীয় একটি কলেজের ছাত্রী। তার বাড়ি নওদাবস, বোড়াগাড়ী ইউনিয়নের একটি গ্রামে। ছেলের সাথে কথা বলে জানতে পারি যে তার সাথে তিন মাসের সম্পর্কে ছিলো।

 

এরপর পরবর্তীতে ছেলেকে আর খুঁজে পাওয়া যায়নি।

প্রেমিকার অবস্থানের কথা জানার পর থেকেই পলাতক।

এ দিকে মেয়ে স্মৃতি রানী বলেন, গৌতম রায়ের সাথে এক বছরের বেশি সম্পর্ক, তার সাথে অনেকবার শারিরীক সম্পর্ক হয়। কিন্তু বর্তমানে সে আমার সাথে যোগাযোগ বিছিন্ন করে এরিয়ে চলছে। তাই আমি গৌতমের বাড়ীতে আসছি। আমি মরে গেলোও বাড়ী যাবো না।

স্থানীয় চেয়ারম্যান মোঃ হামিদুল ইসলাম জানান, এ বিষয়ে আমি কিছু জানি না।

আরও খবর

Sponsered content