সারাদেশ

তিস্তার প্রবল স্রোতে ২টি ক্রস বাঁধ বিলীন

  বঙ্গ ডেস্ক 22 July 2020 , 1:21:26 প্রিন্ট সংস্করণ

তিস্তার প্রবল স্রোতে ২টি ক্রস বাঁধ বিলীন

কুড়িগ্রামের রাজারহাটে বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে তিস্তা নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ক্রস বাঁধটিতে ধস সৃষ্টি হয়। প্রায় আধাঘণ্টার মধ্যে পুরো বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এসময় এলাকাবাসীরা জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা করে বিফল হয়। শত শত দর্শক ভাঙ্গন দৃশ্য অবলোকন করে। একই সময়ে বিদ্যানন্দ গাবুর হেলান ক্রস বাঁধটিও বিলীন হয়ে যায়। বাঁধ দুটি বিলীন হয়ে যাওয়ায় নদীর তীরবর্তী মানুষ ভাঙ্গন আতংকে দিন কাটাচ্ছে।
কয়েকদিন ধরেই রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা বিদ্যানন্দ ও নাজিমখান ইউনিয়নের নদীর তীরবর্তী ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করার চেষ্টা চালায়। তবু শেষ রক্ষা হল না।
এ ঘটনায় মঙ্গলবার কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ক্রস বাঁধ দুটিতে ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলা পাইলিং হচ্ছে। পানি কমে গেলে ক্রস বাঁধ দুটি সংস্কার করা হবে।

আরও খবর

Sponsered content