এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রতন সরকার কানিহারী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল , ইউপি সদস্য সচিব ও সদস্য বৃন্দ, নায়েব কানিহারী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দগনসহ কানিহারী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এসময় সহকারী কমিশনার (ভূমি) বলেন ‘এই পদ্ধতি চালুর ফলে মানুষকে আর তহশিল অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না। তহশিল অফিসের সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ বন্ধ করা গেলে দুর্নীতি অর্ধেকই কমে যাবে।’ তিনি বলেন, ‘এছাড়া এই প্রক্রিয়ায় আমাদের শতভাগ ভূমি কর আদায় হবে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যকার অর্থ তসরুপ বা রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা না দেওয়ার যে প্রবণতা রয়েছে, সেটা বন্ধ হবে।’
‘বিভিন্ন ক্ষেত্রে একজনের খাজনা অন্য জনে দিয়ে পরে টেম্বারিং করে, সেই জমি তার দাবি করার তথ্য অনেক সময় আমাদের কাছে আসে। অনলাইনে খাজনা আদায় করা গেলে এই বিষয়টিও বন্ধ হবে।’
একযোগে সারা দেশে অনলাইনে খাজনা আদায় শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, যার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে তিনি খাজনা দিতে পারবেন।
মোবাইল ফোন এবং জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে ব্যক্তির পরিচয় নিশ্চিত করে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল,রতন সরকারসহ অন্যান্য ব্যাক্তিগন।