সারাদেশ

ত্রিশালে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

  ময়মনসিংহ প্রতিনিধিঃ 13 June 2021 , 12:42:45 প্রিন্ট সংস্করণ

ত্রিশালে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে অ‌গ্নিকা‌ন্ডের ঘটনায় বসতঘর পু‌ড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, শনিবার (১২ জুন) উপ‌জেলার সাখুয়া ইউ‌নিয়‌নের নওপাড়া গ্রা‌মের আমছর সরকার বা‌ড়ির সিরাজুল ইসলা‌মের ছে‌লে শ‌হিদুল ইসলা‌মের বসতঘ‌রে এ অ‌গ্নিকান্ড ঘ‌টে। শ‌হিদুল ইসলা‌মের গৃহিনী পার‌ভীন আক্তার সকাল সাড়ে ১০টার সময় রান্নার কাজ কর‌াবস্থায় হঠাৎ ঘ‌রের সি‌লিং এ অ‌গ্নিশিখা দেখ‌তে পায়। প‌রে ঘ‌রে থাকা তার দুই বছ‌রের পুত্র সন্তান‌ সা‌জিদকে ‌নি‌য়ে বা‌হি‌রে বের হ‌য়ে যায়। গৃ‌হিনীর ডাক চিৎকা‌রে আশ পা‌শের লোকজন এ‌গি‌য়ে আ‌সে। প‌রে এলাকাবাসী ও ত্রিশাল ফায়ার সা‌র্ভিস আগুন নিয়ন্ত্রনে আ‌‌নে। ততক্ষ‌ণে ঘ‌রের সকল আসবাবপ্রত্র পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। এ‌তে ঘ‌রে থাকা নগদ ১লাখ ৭০হাজার টাকা ও স্বর্ণালংকারসহ আনুমা‌নিক ১৫ থে‌কে ২০ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়েছে বা‌লে জানান।এ ঘটনায় আহত হয় গৃ‌হিনী পারভীন আক্তার।

ত্রিশাল ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার মু‌নিম সা‌রোয়ার ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, খবর পে‌য়ে দ্রুত ফায়ার সা‌র্ভিসের দু‌’টি ইউ‌নিট ঘটনস্থা‌লে গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আ‌নে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।