সারাদেশ

ত্রিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  মোস্তাকিম , ত্রিশাল প্রতিনিধি 14 December 2020 , 5:38:19 প্রিন্ট সংস্করণ

ত্রিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

যথাযথ মর্যাদায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীরা নিশ্চিত পরাজয় জানতে পেরে দেশটি স্বাধীন হওয়ার পর যাদে মেধা শুন্য হয়ে যায় এই পরিকল্পনায় বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ মহুর্তে ডাক্তার, ইঞ্জিনিয়ার,শিক্ষক, সাংবাদিক শিক্ষিত জনগোষ্ঠীদেরকে হত্যা করেন।

দিবসটি পালনে সারা দেশের ন্যায় ১৪ ডিসেম্বর সকালে ত্রিশালের রায়ের গ্রাম বধ্যভূমিতে ১১জন শহীদ বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করে বধ্যভূমির পাশেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি সাবেক জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার। হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় – বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম, উপজেলা প্রাণী সস্পদ কর্মকর্তা ড.হারুন অর রশিদ, বীরমুক্তিযোদ্ধা মোজাহিদ খাঁন ভোলা, বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হেকিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, সাবেক চেয়ারম্যান বদিউল আলম চাঁন মিয়া। উপজেলা মহিলা যুবলীগ নেত্রী শিরিন আক্তার চায়না, প্রমুখ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।