দীপনে রায় 15 November 2020 , 9:23:08 প্রিন্ট সংস্করণ
আজ রবিবার ইএসডিও-সি২আর আই প্রকল্প হেকস্ ইপার এর সহযোগীতায় সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এর আর্থিক সহযোগীতায় পীরগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন আদিবাসী দলিত কমিউনিটিতে ৪০২ টি দলিত আদিবাসী ও মূলস্রোতধারার পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ১০০০ টাকা করে মোট ৪,০২,০০০ টাকা নগদ বিতরণ করা হয়।
সকাল ১০ টা থেকে সারাদিন বিভিন্ন বিতরন কেন্দ্রে সামাজিক দুরত্ব বজায় রেখে ও সকল স্বাস্থ্যবিধি মেনে উক্ত বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়। সেনগঁাও ইউনিয়নের বিতরন কেন্দ্রে ৭২ জন, জাবরহাট ইউনিয়ন পরিষদে ৯৭ জন, বৈরচুনা ইউনিয়নে ৯৫ জন ও পীরগঞ্জ ইএসডিও প্রেমদীপ প্রকল্প অফিসে ১৩৮ জন কে নগদ অর্থ বিতরন করা হয়।
উল্লেখ যে, পীরগঞ্জ উপজেলায় মোট ৯৯৯ টি পরিবারকে এধরনের সহায়তা প্রদান করা হয়, এর মধ্যে ৫৯৭ টি পরিবারকে বিকাশের মাধ্যমে এবং ৪০২ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা করা হয়। উক্ত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ আখতারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী মোঃ সেরাজুস সালেকীন, সেনগঁাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজার রহমান, ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিটলার হক, ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচীর জোনাল ম্যানেজার মোঃ ফারুক হোসেন।
এছাড়াও বিভিন্ন বিতরন কেন্দ্রে আরো উপস্থিত ছিলেন জাবরহাট ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সাহের আলী, সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছাঃ গোলেনুর বেগম, বৈরচুনা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আফজাল হোসেন, মোঃ মজিবর রহমান গাজু , ভোমরাদহ ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ শাহিন, ফ্যাইন্যন্স ম্যানেজার মোঃ মনিরুজ্জমান মনি, পীরগঞ্জ প্যারাভেট এসোসিয়েশনের সভাপতি মোঃ নুরুল ইসলাম, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ রওশন জামাল চৌধুরী , উপজেলা ম্যানেজার মোঃ ওয়ালিউর রহমান ও ইএসডিও’র অডিট অফিসারগন সহ ইএসডিও’র অন্যান্য উন্নয়ন কর্মীবৃন্দ।