মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 11 September 2020 , 8:47:06 প্রিন্ট সংস্করণ
সবুজ ক্রীড়া চক্র,সবুজ পাড়ার আয়োজনে ও অভিজাত ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় দাদুভাই স্মৃতি সিক্সে সাইড ফুটবল টুর্নামেন্ট(সিজন-১) ২০২০ এর ১ম আসর ৩২টি দল নিয়ে শুভ উদ্বোধন করা হলো। ১১ সেপ্টেম্বর-২০২০ রোজ শুক্রবার বিকাল ৪টায় বড় মাঠে মরহুম মীর আজিজুল হাকিম দাদু ভাই স্মৃতি সিক্সে সাইড ফুটবল টুর্নামেন্ট সিজন-১ আসরের শুভ উদ্বোধনী ঘোষনা করা হয়। ১ম আসরে ৩২টি দলের অংশ গ্রহনে উদ্বোধনী খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন লিজেন্ড অফ নীলফামারী বনাম রুহামা এগ্রো নীলফামারী। লিজেন্ড অফ নীলফামারী ২-১ গোলে রুহামা এগ্রো কে পরাজিত করেন। প্রতি দিন বিকালে দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে হবে, খেলা চলবে আগামী ২ অক্টোবর-২০২০ পর্যন্ত।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মসফিকুল ইসলাম (রিন্টু), সভাপতি পৌর আওয়ামী লীগ নীলফামারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড. অক্ষয় কুমার রায়, বিজ্ঞ পিপি জজ আদালত নীলফামারী, জনাব মোঃ নুরুল করিম ইসলাম,সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) নীলফামারী সরকারি কলেজ, জনাব মীর সেলিম ফারুক, কণিষ্ঠ পুত্র ও সাবেক খেলোয়াড় নীলফামারী, উদ্ভোদনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ফজলে হক সাধারণ সম্পাদক সবুজ ক্রীড়া চক্র, সবুজ পাড়া নীলফামারী। সঞ্চলনা করেন মোঃ মারুফ খান।
উদ্বোধনী খেলা পরিচালনা করেন রেফারি এ্যাসোসিয়েশন নীলফামারীর রেফারি জনাব আব্দুল ওহাব, লাইন ম্যান হিসেবে দায়িত্ব পালন করেন টিআই সামি ও ফরহাদ চৌধুরী। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মোঃ মমতাজ উদ্দিন ও মোঃ ইসমাইল হোসেন
প্রধান অতিথি মসফিকুল ইসলাম রিন্টু বলেন মরুহুম মীর আজিজুল হাকিম দাদুভাই ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, হাজারো ক্রীড়া প্রেমী ও সম্মানের ব্যক্তিত্ব তাকে চির অমর করে রাখার জন্যই এমন ক্রীড়া অনুষ্ঠানের উদ্যোগ আসলে স্মরণীয়। তিনি ছিলেন একজন ক্রীড়ানুরাগী ও ভালো মানুষ, তিনি বাড়ির থেকে মাঠে বেশি সময় থাকতেন, তার চোখের সামনে রাস্তা দিয়ে যখন কোন ছেলে মেয়ে যেত তখন তিনি জিজ্ঞেস করতেন সে মাঠে যায় কিনা এবং নিয়মিত খেলায় জন্য সকল ছেলে মেয়ে কে উৎসাহিত করতেন মাঠে আসার জন্য এবং তিনি নিজেও সারাদিনে মাঠে থাকবেন এই মাঠটি ছিল মরহুম মীর আজিজুল হাকিম দাদু ভাইয়ের প্রাণ। মোঃ ফজলে হক তার বক্তব্যে বলেন আমরা সকলেই জেতার উদ্দেশ্যে খেলি আজকের দাদু ভাই স্মৃতি সিক্সে সাইড ফুটবল টুর্নামেন্টের আমার জিতার উদ্দেশ্যেই খেলব তবে সেটা অবশ্যই আইন মেনে। আমরা দাদু ভাইয়ের সম্মানে কোন বিশৃঙ্খলা করবো না আমরা চাই সকলে শৃঙ্খলা মেনে জয় লাভ করার উদ্দেশ্যে আইন মেনে লড়াই করে যাব।