রাকিবুল হাসান, দিনাজপুর প্রতিনিধি 15 September 2020 , 4:38:06 প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বাজনাহার সড়কে একটি পালসার মোটরসাইকেল ও একটি তেল চালিত ভডভডি এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে সাথে সাথে নিহত হয় মোঃ জামাল উদ্দিন (৩৫) নামের একজন।
ঘটনাস্থলে থাকা মানুষজনের কাছ থেকে জানা যায় মোটরসাইকেল চালকের গতির মাত্রা অনেক ছিলো এবং তিনি ওভারটেক করাতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনের দিক থেকে আসা একটি তেল চালিত ভডভডির সাথে ধাক্কা খায়। ভডভডিচালক সাথে সাথে পলাতক হয়। স্থানীয়রা তাকে হাসপাতে নিতে চাইলে দেখে তিনি আর বেচে নেই, তখন তারা লাশটিকে সেখানেই রেখে দেয়।
স্থানীয়রা পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের খবর দেন। বর্তমানে লাশটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন তার পরিচয় খুজে বের করে। নিহতের বাসা দিনাজপুরের বিরল উপজেলার ভারাডাঙ্গি বাজারে। নিহতের বাসায় খবর দেওয়া হয়েছে