সারাদেশ

দুই ইউনিয়নের সীমান্ত কাউনিয়ায় ব্রীজের রেলিং ভেঙ্গে ঝুঁকিপূর্ণ

  বঙ্গ ডেস্ক 11 August 2020 , 8:08:00 প্রিন্ট সংস্করণ

দুই ইউনিয়নের সীমান্ত  কাউনিয়ায় ব্রীজের রেলিং ভেঙ্গে ঝুঁকিপূর্ণ

কাউনিয়া উপজেলার কুর্শা ও সারাই
ইউনিয়নের সীমান্তে দরিমদন মোহন সরকারী প্রাথমিক বিদ্যায়ল সংলগ্ন
রাস্তায় একটি পাকা সেতুর রেলিং ভেঙ্গে দীর্ঘ দিন থেকে ঝুঁকিপূর্ণ হয়ে
পড়ে থাকলেও তা আজও কর্তৃপক্ষের নজরে আসেনি।

সরেজমিনে গিয়ে দেখাগেছে মীরবাগ বিজলের ঘুন্টি ইনো ইটভাটা থেকে
মদাদুন উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তার মাঝ খানে দুই ইউনিয়নের সীমান্তে রাস্তার
ব্রীজের রেলিং ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। স্থানীয়রা জানায় এরশাদ সরকারের
আমলে নির্মিত ব্রীজটি বর্তমানে বেহাল অবস্থা হলেও এযেন দেখার কেউ নেই।
ব্রীজটি দরিমদন মোহন সরকারী প্রাথমিক বিদ্যায়ল সংলগ্ন হওয়ায় কোমল মতি
শিশু শিক্ষার্থীরা প্রায় দুর্ঘটনায় পতিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি
তবারক আলী মেম্বর জানান ব্রীজটি সংস্কার করার জন্য অনেকবার প্রকৌশল দপ্তরকে
মৌখিক ভাবে জানান হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। বিদ্যালয় এর প্রধান
শিক্ষক প্রতাপ চন্দ্র জানান ব্রীজটি বিদ্যালয় সংলগ্ন হওয়ায় আমরা শিক্ষকরা সব
সময় আতংকে থাকি কখন কোন শিশু খেলতে গিয়ে কোন দুর্ঘটনায় পতিত
হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে বেশী আতংকে থাকতে হয়। এব্যাপারে
চেয়ারম্যান সাহেব কে জানান হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। সারাই
ইউনিয়নের এই এলাকাটি আলু উৎপাদনের বিখ্যাত। এই রাস্তাটি দিয়ে
প্রতিদিন শতশত ট্রাকটর ট্রলি আলু ও ইট পরিবহন করতে গিয়ে ব্রীজের রেলিং
না থাকায় দুর্ঘটনায় পতিত হচ্ছে। সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম
এর কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমি জেনেছি ব্রীজটি
দ্রæত সংস্কারের ব্যবস্থা করা হবে। কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ
হোসেন সরকার জানান,ব্রীজটি সংস্কার করার ব্যাপারে উপজেলা পরিষদ মাসিক
সমন্বয় সভায় বলেছি। একাবাসী ব্রীজটি সংস্কারের জোর দাবী জানিয়েছে।

আরও খবর

Sponsered content