সারাদেশ

ধানের দাম কমছে-চিন্তিত কৃষক

  শিপুল ইসলাম 20 January 2021 , 12:49:10 প্রিন্ট সংস্করণ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দিন দিন আমন ধানের দাম কমছে। ২০ দিনের ব্যবধানে ধানের দাম গড়ে প্রতিমণে কমেছে ১০০ টাকা। ২০দিন আগেও স্থানীয় হাট-বাজারগুলোতে প্রতি মণ (২৮ কেজি) ধান বিক্রি হয়েছে ৭৯০-৮০০ টাকায়। এখন তা গড়ে ১০০টাকা কমে বিক্রি হচ্ছে।

নারায়ণজন গ্রামের কৃষক আবু বক্কর বলেন, ‘সবাই বসি বসি ধানের ভাত খাওচে কিন্তুক ফোঁড়(হিসাব) গনোচে না। সরকার আবাদ করলে বুজিল হয় কত ধানে কত খরচ। তেল, ওষুধসহ অন্য সউগ জিনিসের দাম যে হুড়হুড় করি বাড়োছে, সেইটা চোউকোত কারও পড়ে না! খালি হামার কৃষকের ঘরে কষ্টে আবাদ করা ধানের দাম কমোছে।’

ইকরচালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, ‘এখানকার শতকরা ৯৫ ভাগ কৃষকেই এক ফসল বিক্রি করে আরেক ফসল চাষ করেন। অনেকে মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে আবাদ করেন। ফসল ওঠার সঙ্গে সঙ্গে সেগুলো বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করেন। অন্য ফসল চাষের খরচও মেটান। অভাবের কারণে কৃষক ধান মজুত করে রাখতে পারে না। দিন দিন ধানের দাম কমে যাওয়ায় কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন।’


গত সোমবার তারাগঞ্জ হাটে সরেজমিনে ঘুরে কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরুতে প্রতিমণ ধান স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ৭৮০-৮০০ টাকায়। কিন্তু তা কমতে কমতে বর্তমানে বিক্রি হচ্ছে ৬৮০-৭০০ টাকায়।

হাতিবান্ধার মাঠে আলু খেত পরির্চযা করছেন হাড়িয়ারকুঠি গ্রামের কৃষক আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘ভাইজান হামার কৃষকের প্যাকে তো কায়ও তাকায় না। এবার আনা ধানের দাম পাবার ধরছেনো তাক আর পাওছি না। সরকার বাইরোত থাকি যেদিন ধান চাউল আনিবার চাইছে, সেইদিন থাকি ধানের দাম কমা শুরু হইছে। কমতে কমতে ৮০০টাকার ধান এল্যা ৬৮০ টাকা দামোত বেচা হওছে।’

ডাংগীরহাট বাজারে কথা হয় খিয়ারপাড়া গ্রামের কৃষক হরিশ চন্দ্রের সঙ্গে। তিনি বলেন, ‘এবার সউগ ধান বানে খাইছে। যেকনা উচা জমিত ধান আছলো তার ফলনও সুবিধা হয় নাই। ২৪ শতক জমিত ১০মণ ধান হইছে। বাকি ধান পোকায় খাইছে। এ্যালা ফির ধানের দাম কমি যাওছে। হামার কপালোত যে কি আছে ভগবানে জানে।’


পঞ্চায়েতপাড়া গ্রামের ধান ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, তারাগঞ্জে ৬০-৭০জন ধান ব্যবসায়ী আছে। ধান কিনে বিভিন্ন অটো রাইস মিলে নগদ টাকায় বিক্রি করেন। শুরুর দিকে অটো রাইসমিলগুলো ২৮-২৯ টাকা কেজি দরে ধান কিনলেও এখন ২৪-২৫ টাকার বেশি দামে ধান কিনছেন না। সরকার বাইরে থেকে চাল আমদানির ঘোষণা দেওয়ার পর থেকে ধানের দরপতন শুরু হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ঊর্মি তাবাসসুম বলেন, এবারে ৯হাজার ৯৪০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে ৪৭ হাজার ৭০০ মেট্রিক টন ধান। মৌসুমের শুরুতে ধানের দাম ভালো থাকলেও বর্তমানে একটু কমেছে। তারপরও বিগত দিনের তুলনায় এবারে ধানের দাম ভালোই।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।