শুভ আহমেদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 21 September 2020 , 1:43:03 প্রিন্ট সংস্করণ
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মানবতার কাজে নিয়োজিত কিছু নবীন শিক্ষার্থীদের নিমন্ত্রণে বাংলাদেশ ছাত্রলীগ, বোচাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মানিত সুযোগ্য সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (বিপুল) ভাই ও সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম (ইশান) ভাইয়ের সাথে চা-চক্র ও মুজিবআদর্শ নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বক্তারা নবীন শিক্ষার্থীদের একজোট হয়ে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার জন্য উদ্যুক্ত করেন।তারা আরোও বলেন মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীন সমাজ একজোট হয়ে কাজ করলে কোন শক্তিই পারবে না বোচাগঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলায় পরিণত করতে।
অনুষ্ঠেন আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মিল্টন রায়,বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের অন্যতম কর্মী ম্যাগনেট রায়,সেতাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগকর্মী অমৃত রায়সহ অনান্য নেতৃবৃন্দ।
উক্ত সভায় ৬ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ছাত্রসমাজ উপস্থিত হয়। জনাব খালিদ মাহমুদ চৌধুরী ভাইয়ের আশু রোগমুক্তির জন্য প্রার্থনা করা হয়। ছাত্রসমাজ কে ছাত্রলীগের পতাকাতলে আসার উদাত্ত আহ্বান জানান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম ইশান, যিনি দীর্ঘদিন যাবত মুজিব আদর্শ নিয়ে কলেজ ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ আগলিয়ে এসেছেন । উক্ত সভার আয়োজন করেন, সেতাবগঞ্জ সরকারি কলেজ সরস্বতী পূজা ২০২০ কমিটির সাবেক আহবায়ক ও ছাত্রলীগ কর্মী মেগনেট রায় ও সাবেক সদস্য সচিব অমৃত রায়।