সারাদেশ

নাগেশ্বরীতে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান

  বঙ্গ ডেস্ক 17 August 2020 , 1:26:24 প্রিন্ট সংস্করণ

নাগেশ্বরীতে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান। ভষ্মিভূত হয়ে গেছে নগদ টাকাসহ দোকানগুলোর প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার কাছারী পায়রাডাঙ্গা বাজারে।

এলাকাবাসী জানায়, ওইদিন দুপুর আড়াইটায় ঔষধ ও গালামাল ব্যবসায়ী লিটন সর্দার দোকান বন্ধ করে দুপুরের খাবার খেতে বাড়ীতে যান। এর কিছুক্ষণ পর বিকেল প্রায় ৩টার দিকে ওই দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। একপাশে গ্যাস সিলিন্ডার থাকায় দ্রæত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে যায় আশেপাশের ৭ টি দোকান। ভষ্মিভূত হয় লিটন সর্দার, নজরুল ইসলাম, আবুল কালাম, আব্দুল মান্নানসহ অন্যান্য ব্যবসায়ীদের দোকানের সম্পুর্ন মালামাল ও নগদ প্রায় ২ লক্ষ টাকা। এতে ক্ষতি হয়েছে সবমিলিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা।


নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমন মিয়া এর সত্যতা নিশ্চিত করেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।