প্রতিনিধি 13 July 2020 , 6:09:02 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগুনে পুড়ে গেছে স্বাদ বেকারী। ভস্মিভূত হয়ে গেছে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর আড়াইটায় উপজেলা সদরের নতুন বাজার কালীবাড়ী এলাকায়।
দুপুরে হঠাৎই বেকারীর গুদাম ঘরে আগুন লাগে। মহুর্তেই তা ছড়িয়ে পড়ে সর্বত্রই। এলাকাবাসী সর্বত্মক চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে ঐ ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল। ধারনা করা হচ্ছে যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা।
এ ব্যাপারে নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমন আলী জানান, সম্ভবত বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে এ আগুনের সুত্রপাত।