
কুড়িগ্রামের নাগেশ্বরীতে করোনা উপসর্গে এক যুবক মারা গেছেন। তার বাড়ী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের মোবাল্লেকপাড়া গ্রামে। মৃত আলমগীর হোসেন ওই গ্রামের মৃত নছিয়ত উল্লাহর ছেলে।
এলাকাবাসী জানায়, উপজেলা সদর কাজী মার্কেটের জুতা-স্যান্ডেল ব্যবসায়ী আলমগীর হোসেন গত কয়েকদিন আগে ঈদের মালামাল আনতে ঢাকায় যান। সেখান থেকে ফিরে সর্দি-জ্বরে আক্রান্ত হন। গত ৮-১০দিন এ রোগে ভোগার পর শনিবার তিনি নমূণা দেন। এর ফলাফল আসার আগেই সোমবার সকালে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক জানান, ফলাফল আসলে বোঝা যাবে তিনি করোনা পজেটিভ ছিলেন কিনা।