বঙ্গ ডেস্ক 13 July 2020 , 5:57:57 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভারত থেকে বন্যার পানিতে দুধকুমর নদে ভেসে এসেছে অজ্ঞাত যুবকের লাশ।
সোমবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী আদর্শ বাজার এলাকা থেকে তা উদ্ধার করেছে
পুলিশ।
নাগেশ্বরী থানার এস.আই মাসুদ করিম জানান, ওই এলাকায় দুধকুমর নদের পাশ্ববর্তী একটি পুকুরে কাছে আটকে থাকা বানের পানিতে ভেসে আসা অজ্ঞাত যুবকের একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করি। লাল রঙ্গের গেঞ্জি ও জাঙ্গিয়া পরিহিত প্রায় ২৮-২৯ বছর বয়সী উপজাতীয় চেহারার ওই যুবকের ডানহাতে টাট্যুর চিহ্ন আঁকা আছে। যা দেখে ধারনা করা হচ্ছে লাশটি ভারত থেকে বানের পানিতে দুধকুমরে ভেসে এসেছে।