বঙ্গ ডেস্ক 14 July 2020 , 5:00:02 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে দেড় বছরের এক শিশু মারা গেছে। মৃত লামিয়া খাতুন উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩ টায়।
চলতি বন্যায় প্লাবিত হয়েছে আলমগীর হোসেনের বাড়ী। ঘটনার দিন উঠোনের একটু উচু জায়গায় শিশুটিকে
বসিয়ে রেখে মা হাবিবা বেগম বন্যার পানিতে কাপড় কাঁচতে যায়। এক সময় তার অলক্ষ্যে শিশুটি পানিতে পড়ে
ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
কাপড় ধোয়ার পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে চিৎকার চেচামেচি করে
খুজতে থাকে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।