কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে দুই বছরের এক শিশু মারা গেছে। রবিবার সকালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের কুলামুয়া কালাইরচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আবু হানিফ ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানায়, ওইদিন সকালে শিশুটির মা চায়না বেগম তাকে উঠোনে বসিয়ে রেখে রান্না করছিল। সেখানে সে খেলতে খেলতে কোন একসময় সবার অজান্তে উঠানের পাশে আসা বন্যার পানিতে গিয়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ব্যপারে কচাকাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ সত্যতা নিশ্চিত করেন।