বঙ্গ ডেস্ক 19 August 2020 , 10:45:47 প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়ায় দশ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মহিদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত মহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার নাছিয়ারকান্দি গ্রামে নিজ বাড়িতে গত শুক্রবার প্রতিবেশী ওই শিশুকে একা পেয়ে জোরপূর্বক নির্যাতন করে মহিদুল ইসলাম। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিশুটির বাবা।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।