বঙ্গ ডেস্ক 24 July 2020 , 8:31:36 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন দিন পর আকাশ (৩) নামে এক শিশুর মরদের উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে, পৌর এলাকার ডারার পাড় আব্দুল হাকিম গ্রামে। সে ওই গ্রামের মহসিন আলীর পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে শিশু আকাশ সবার অজান্তে নিখোঁজ হয়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও ডিফেন্সকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বাড়ির আশপাশের কয়েকটি পুকুরসহ বিভিন্ন স্থানে কয়েক ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে যান।
এ ঘটনার তিন দিন পর শুক্রবার দুপুরে বাড়ির পাশের্বর বন্যার পানিতে তলিয়ে থাকা একটি জমিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।