সারাদেশ

নীলফামারিতে সাংবাদিকদের করোনা কালীন আর্থিক সহায়তা প্রাদন

  মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 17 September 2020 , 7:41:39 প্রিন্ট সংস্করণ

নীলফামারিতে সাংবাদিকদের করোনা কালীন আর্থিক সহায়তা প্রাদন

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায়। নীলফামারীর সাংবাদিকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ব্যারিস্টার মোঃ নুরুল ইসলাম সুজন,এমপি মাননীয় মন্ত্রী রেলপথ মন্ত্রনালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আসাদুজ্জামান নূর, এমপি, নীলফামারীর -২।

এছাড়া উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক নীলফামারী।জনাব মোঃ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, পুলিশ সুপার নীলফামারী। জনাব দেওয়ান কামাল আহমেদ, মেয়র, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী জেলা শাখা। জনাব এ্যাডঃ মমতাজুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশে আওয়ামীলীগ নীলফামারী জেলা শাখা। জনাব মেহেদি হাসান, সাবেক জনকল্যান সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

 

এসময়, রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, নীলফামারিতে চিলাহাটি থেকে হলদিবাড়ি রেল লাইন স্থাপনের কাজ শেষের দিকে।

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের দেয়া তথ্য অনুযায়ী তারা তাদের দিকের রেললাইন স্থাপনের কাজ প্রায় শেষের দিকে।

তিনি আরও বলেন, নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় আরো একটি কারখান সংযোজন করা হবে। এর কাজ ইতি মধ্যে শুরু হয়ে গেছে।

আরও খবর

Sponsered content