সারাদেশ

নীলফামারীতে টিসিবির পণ্য বিতরণ শুরু

  মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 16 September 2020 , 10:12:02 প্রিন্ট সংস্করণ

নীলফামারীতে টিসিবির পণ্য বিতরণ শুরু

নীলফামারীতে টিসিবির পণ্য বিতরন শুরু করা হয় বিভিন্ন মোড়ে মোড়ে এই বিতরন কার্যক্রম করা হচ্ছে। নীলফামারী বড় মাঠের সামনে টিসিবির পণ্য বিতরণ করা হয় বৃষ্টির কারণে লোক সংখ্যা কম হলেও বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই প্রচুর জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায়। ৫৫০টাকার বিনিময় ৮০টাকা দরে ৪লিটার তৈল, ৫০টাকা দরে ২কেজি চিনি, ৫০টাকা দরে ২কেজি মুসুর ডাল ও ৩০টাকা দরে ১কেজি করে এলসি পেঁয়াজ বিক্রয় করা হয়। নিয়ম ও নিয়মের মধ্যে দিয়ে চলে বিতরণ কার্যক্রম।

 

অনেক অসাধু ব্যক্তিরা দল বেঁধে এসে পণ্য ক্রয় করে তা সঙ্গে সঙ্গেই তা পাশে ৬০০টাকার বিনিময় বিক্রয় করছিল। নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে লাইনের বাইরে পণ্য বিতরণ করতে দেখা যায়। পণ্য বিতরনের মাঝপথে ২লিটার করে তৈল ও অন্যান্য পণ্যসহ প্যাকেট করে বিতরণ করতে থাকে পুলিশ তথ্য পেয়ে দ্রুত ছুটে আসে, পুলিশের আসার সাথে সাথেই আগের নিয়মে কার্যক্রম সচল রাখে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।