সারাদেশ

নীলফামারীতে প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ

  মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 18 September 2020 , 11:02:08 প্রিন্ট সংস্করণ

ধর্ষণ Rape নারীধর্ষণ বলাত্কার আপত্তিজনক chaild abuse শিশু শ্লীলতাহানি

নীলফামারীতে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে মোছাঃ জেবিন (১৩) (ছদ্মনাম) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং একপর্যায়ে তাকে ধর্ষণ করে মোঃ লালন (১৭)।নীলফামারী জেলা সদরের পূর্ব উত্তরাশশী গ্রামের পিতা-বকুল ইসলামের ছেলে।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মোছাঃ ফাহিমা (ছদ্মনাম) থানায় হাজির হয়ে জানায় তার নাবালিকা কন্যা মোছাঃ জেবিন (১৩) (ছদ্মনাম) ৬ষ্ট শ্রেণীতে লেখাপাড়া করে। প্রেমের সম্পর্কের জের ধরে আসামী তার কন্যাকে কৌশলে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে এবং তার কন্যা বর্তমানে ২৯ সপ্তাহ অন্তঃস্বত্তা।

সেই অভিযোগের পেক্ষিতে তাৎক্ষনিক ভাবে নীলফামারী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয় পুলিশ।

শিশু ধর্ষণে জড়িত লালনকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের বিষয়টি স্বীকার করে।

ভিকটিমের মেডিকেল পরীক্ষা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দি রেকর্ড করে।

আইনের সহিত সংঘাতে জড়িত শিশু লালন ঘটনা সংক্রান্তে বিজ্ঞ আদালত ১৬৪ ধারা মোতাবেক সেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content