সারাদেশ

নীলফামারীতে মুষলধারায় বৃষ্টি

  মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধি 22 September 2020 , 6:16:10 প্রিন্ট সংস্করণ

নীলফামারীতে মুষলধারায় বৃষ্টি

দেশজুড়ে শক্তিশালী বৃষ্টিবলয় ঢ্ল-৩ চলছে(২০-৩০সেপ্টেম্বর)। যার প্রভাব ইতিমধ্যে নীলফামারীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। গতকাল ২১শে সেপ্টেম্বর সোমবার রাত থেকে মুসুলধারায় বৃষ্টি হচ্ছে।

এতে করে ক্ষতির মুখে হাজারো কৃষক। নীলফামারী জেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শীতকালীন শাক সবজির চাষাবাদ শুরুকরেছেন অনেক কৃষক। অতিবৃষ্টির ফলে নষ্ট হয়ে যাচ্ছে বপনকৃত শাক সবজি বীজ।

কৃষি কর্মকর্তা বলেন, দেশ জুরে শক্তিশালী বৃষ্টিবলয় ঢল-৩ চলছে যার প্রভাব থাকতে পারে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। বৃষ্টির কারনে সংকায় আছেন অনেক কৃষক তাদেরকে বীজতলার পাশ দিয়ে নানা তৈরির ও পলিথিন দিয়ে বীজতলা থেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বভাস অনুযায়ী আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।

আরও খবর

Sponsered content