মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 3 September 2020 , 1:37:12 প্রিন্ট সংস্করণ
বুধবার (২সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে নীলফামারী জেলা সদর লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের রামগঞ্জ বাজার হতে বেরুবন্দর বাজার বাইপাস রাস্তার পুটিমারী নামক এস্থানে লোক চক্ষুর আড়ালে ফেলে যায় নবজাতক শিশুটিকে ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে লীল কাপড়ে মোড়ানো সাদা পেলাষ্টিকে মোড়ানো নবজাতক শিশুর মরদেহটি দেখতে পায় তারা। পরে ঘটনাটি দ্রুত পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে শিশুর মরদেহটি উদ্ধার করেন। স্থানীয়দের ধারনা ভুমিষ্ট হওয়ার পরেই নবজাককে অন্যত্র থেকে গোপনে কোনও ব্যক্তি এই রাস্তার পাশে ফেলে যায়।
এসময় স্থানীয় ইউপি সদস্য মিটার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আকাশকুড়ি গ্রামের পুটিমারী নামক স্থানে রাস্তার পাশে নবজাতক ছেলে শিশুর মরদেহ স্হানিয় লোকজন দেখেতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয় নীলফামারী সদর থানার (এসআই) এরশাদ। নবজাতক শিশুটির বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, স্থানিয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমরা নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করি। নবজাতকের
মরদেহ পোস্টম্যাডমে পাঠানো হবে ও পরবর্তিতে বেওয়ারিষ হিসেবে আনজুমান মফিজুল সংস্হাকে সংবাদ দিবো এবং তাদের কাছে আমরা নবজাতকের মরদেহ হস্তান্তর করবো।