মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 18 September 2020 , 6:17:34 প্রিন্ট সংস্করণ
নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের আরসি শিশু(রেজিস্টার চিল্ড্রেন)দের মাঝে ওয়ার্ল্ড ভিশন এপির বিনামূল্যে ৬৫০ প্যাকেট মাক্স বিতরন করে।
উপস্থিত মাক্স বিতরণী অনুস্ঠানে সভাপত্তিত্ব করেন মোস্তাক আহমেদ সচিব ৫ নং টুপামারী ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম (ভুট্টু)সভাপতি টুপামারী গ্রাম উন্নয় কমিটি,উপস্থিত ছিলেন সোহাগ ইসলাম সভাপতি করতোয়া শিশু সংগঠন টুপামারী নীলফামারী, টুপামারী ছাড়াও ওয়ার্ল্ড ভিশন এপির কর্ম এলাকা পলাশবাড়ী, খোকশাবাড়ি, নীলফামারী পৌরসভা এলাকার শিশুদের মাক্স বিতরন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।