মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ 26 August 2020 , 5:21:53 প্রিন্ট সংস্করণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে মাস্ক ও গাছের চারা বিতরণ করেছে সদর উপজেলা আওয়ামী লীগ। আজ বুধবার(২৬ আগষ্ট/২০২০) বেলা ১২ঃ৩০ টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ওই মাস্ক ও চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ ।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষে মানুষের মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ও পরিবেশ রক্ষায় গাছ বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়। এ কর্মসূচিতে ১৫ হাজার মাস্ক ২০ হাজার গাছের চারা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিটিতে বঙ্গবন্ধুর নামে চারটি করে কৃষ্ণচুড়া ও চারটি করে বট বৃক্ষ রোপন করে পরিচর্যার দায়িত্ব নিয়েছেন নেতাকর্মীরা।