মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 5 September 2020 , 7:51:23 প্রিন্ট সংস্করণ
নীলফামারীর জলঢাকা উপজেলায় দি মেসেজ ফাউন্ডেশনের উদ্দোগে সম্প্রতি নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ শনিবার (৫সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শৌলমারী ও কৈমারী ইউনিয়নের ২ শত পরিবারের মাঝে শৌলমারী বানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রান বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
এসময় উপস্থিত ছিলেন শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ, কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু,”দি মেসেজ ফাউন্ডেশন” এর চিফ এক্সিকিউটিভ অফিসার আনোয়ার হোসেন, সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর, কৈমারী ইউনিয়ন সচিব মানিক, শৌলমারী ইউপি সচিব সবুজ, আতিকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রান আওতাভুক্ত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ১৫ কেজি,আটা ০২ কেজি,তেল ০১ লিটার,পিয়াজঁ ০২ কেজিসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী সমূহ বিতরন করা হয়।