সারাদেশ

নীলফামারীর জলঢাকায় ৬৩.৬০০ মেট্রিক টন ভিজিএফের জব্দকৃত চালের নিলাম

  মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 1 September 2020 , 1:35:07 প্রিন্ট সংস্করণ

নীলফামারীর জলঢাকায় ৬৩.৬০০ মেট্রিক টন ভিজিএফের জব্দকৃত চালের নিলাম

নীলফামারীর জলঢাকায় জব্দকৃত ভিজিএফের ৬৩.৬০০ মেট্রিক টন চাল প্রায় ১ বছর পর নিলামে বিক্রি করা হয়েছে। গত কাল ৩১ আগস্ট সোমবার দুপুরে পুরাতন গরুহাটে নিলাম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের উপস্থিতিতে নিলামে ৭৯ জন ব্যবসায়ী ১ লাখ টাকা করে জামানত জমা দিয়েএতে অংশ নেন। চাল ব্যাবসায়ী সোহাগ সর্বোচ্চ ১৫.২৫ টাকা কেজি দরে চালগুলো ক্রয় করে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,খাদ্য কর্মকর্তা জগদিশ চন্দ্র সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক,ওসি(তদন্ত) ফজলুর রহমান,সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু সহ আরো অনেকে।

উল্লেখ্য,২০১৯ সালের আগষ্ট মাসে পবিত্র ঈদুল ফিতরের সময় সরকারের বরাদ্দকৃত ভিজিএফের চাল কালো বাজারে বিক্রি কালে উপজেলার
পৌরশহরের দুইটি গুদামে অভিযান চালিয়ে ৬৩.৬০০ মেঃটন চাল জব্দ করে উপজেলা প্রশাসন। সে সময় গুদাম দুইটি সিলগলা করে দুই ব্যবসায়ীর নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে জলঢাকা থানায় একটি মামলা হয়। আদালতের নির্দেশে এ নিলাম অনুষ্ঠিত হয়েছে।

আরও খবর

Sponsered content