মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ , নীলফামারী প্রতিনিধি 27 August 2020 , 11:21:18 প্রিন্ট সংস্করণ
নীলফামারীর ডোমারে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার(২৭ আগষ্ট ২০২০) বেলা ১১ টা থেকে ডোমার রেলঘুণ্টি মোড়ে প্রতিবাদী ডোমারবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধন শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, প্রতিবাদী ডোমারবাসীর আহবায়ক মো. আসাদুজ্জামান। বক্তৃতা করেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. হাবিবুল্লাহ, সাংবাদিক ইয়াছিন মোহাম্মদ সিথুন, সংগঠনের সদস্যসচিব সুমন আহমেদ, যুগ্ম-আহবায়ক রাশেদুল হাসান, আশরাফুল ইসলাম, রাকিব হাসান প্রমূখ।
বক্তরা অভিযোগ করে বলেন, নেসকো ডোমার কার্যালয়ের কর্মকর্তারা বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে অবৈধ অর্থ হাতিয়ে নিচ্ছেন। আর বিদ্যুতের ওই ঘাটতি সাধারণ গ্রাহকদের উপর ভৌতিক বিলের মাধ্যমে চাপিয়ে দিচ্ছেন। ঘন ঘন লোডশেডিং ও নেসকোর অন্যায়ের বিরুদ্ধে কেউ কিছু বললেই, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়।
আন্দোলনকারীরা হুশিায়ারী উচ্চারণ করে বলেন, আগামী ১০ দিনের মধ্যে লোডশেডিং সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলন কর্মসুচি ঘোষনা করা হবে ।
এ বিষয়ে মুঠোফোনে কথা বললে, নেসকো ডোমার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ আলী তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, ডোমার বিদ্যুৎ সরবরাহ লাইনে আগে থেকে সমস্যা ছিল। এখানে নন স্টান্ডার্ড লাইন এবং অবৈধ সংযোগের কারণে মাঝে মধ্যে সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেয়। সেটি অল্প সময়ের জন্য। এছারা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কারনে প্রভাবশালীরা নানা ভাবে ভয়ভিতি ও হুমকি প্রদর্শণ করছেন। তাদের বিরুদ্ধে মামলা করতে গেলেও থানা পুলিশ ভয়ে তাদের মামলা নিতে চায় না। এখন পর্যন্ত আমি তিনটা জিডি করেছি।
তিনি বলেন, চলতি মাসে এখানে চার থেকে ৫দিন বিদ্যুতের কিছুটা সমস্যা ছিল। আমার ১২ মেঘাওয়াড চাহিদার বিপরীতে তখন আমি ৬ মেঘাওয়াড করে বিদ্যুৎ পেয়েছি। এখন সেই সমস্যা নেই। পাশাপাশি এখানে সরবরাহ লাইন মেরামতকাজ চলমান আছে। আগামী এক বছরের মধ্যে ওই সমস্যাগুলো দূর করা সম্ভব হবে।