রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধি: 22 September 2020 , 12:20:37 প্রিন্ট সংস্করণ
নীলফামারী জেলার ডোমার উপজেলায় শুশিল চন্দ্র রায়(৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ২১শে সেপ্টেম্বর দুপুরে উপজেলার হরিনচড়া ইউনিয়নের হংসরাজ ডাঙ্গাপাড়া এলাকায় বাড়ীর আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শুশিল ঐ এলাকার মৃত. শুকারু চন্দ্রের ছেলে। স্থানীয়রা জানায়, শুশিলের মা ও স্ত্রী দীর্ঘদিন থেকে অসুস্থ্য। এক মেয়ে অবিবাহিত, ছেলে বেকার। করোনার আগে সে ঢাকায় রিক্সা চালাত। করোনাকালীন সময়ে বাড়ীতে এসে কাজ না থাকায় সে বেকার হয়ে মানসিকভাবে ভেঙ্গে পরেছিল।
রবিবার রাতে খেয়ে সে ঘড়ে ঘুমাতে যায়। রাতের কোন এক সময় সকলের অগোচড়ে সে বাড়ীর একটি আমগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের সদস্যরা ঘম থেকে জেগে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।