সারাদেশ

নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হলেন এ্যাডঃ মনোয়ার হোসেন

  আব্দুল্লাহ আল মামুন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ 11 January 2021 , 6:21:45 প্রিন্ট সংস্করণ

নীলফামারী জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডোমারের কৃতি সন্তান সাবেক ডেপুটি এ্যার্টনী জেনারেল ও গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশি এ্যাডঃ মনোয়ার হোসেন। গত ২৭ ডিসেম্বর কেন্দ্রিয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়। এ্যাডঃ মনোয়ার হোসেন দীর্ঘদিন থেকে ডোমার-ডিমলায় অসহায় মানুষদের পাশে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছেন। এলাকার মানুষের সুখেঃদুখে তিনি সব সময় তাদের পাশে থেকে তাদের সহযোগীতা করে যাচ্ছেন।
সহ-সভাপতি মনোয়ার হোসেন বলেন, তাকে জেলা কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নীলফামারীর সাংসদ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন। যতদিন বেচে থাকবো ততদিন মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাবো। উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটিতে ডোম্র থেকে শুধুমাত্র এ্যাডঃ মনোয়ার হোসেন সহ-সভাপতি নির্বাচিত হন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।