রাব্বি ইসলাম আব্দুল্লাহ , নীলফামারী প্রতিনিধি 5 December 2020 , 9:28:25 প্রিন্ট সংস্করণ
নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে সিক্সাসাইড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আজ ০৫ই ডিসেম্বর ( শনিবার) বিকাল ৪ টায় নীলফামারীর বড় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ সিদ্দিক শফিকুল ইসলাম অধক্ষ্য ( ভারপ্রাপ্ত) টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নীলফামারী, জনাব শ্রী ধনজয় চন্দ্র পাল জুনিয়র ইন্সক্টর ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, জনাব আব্দুল হাই শাহ, ক্রাফট ইন্সক্টর ফার্ম মেশিনারী, জনাব মোঃ মাসুদ সরকার মাসুদ সাধারন সম্পাদক বাংলাদেশ ছাত্র লীগ নীলফামারী জেলা শাখা, সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের খেলায় ব্যাচ -৯ এর প্রতিপক্ষ ব্যাচ -৮ কে ১ গোলে পরাজিত করে ও ব্যাচ- ১২ প্রতিপক্ষ ব্যাচ-১৬ কে ১ গোলে পরাজিত করে।