মির্জা মাহমুদ রন্টু নড়াইল জেলা প্রতিনিধিঃ 15 September 2020 , 4:30:50 প্রিন্ট সংস্করণ
নড়াইল জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়। সোমবার (১৪সেপ্টেম্বর) রাত আটটায় নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকা থেকে একাধিক (৩) টি মাদক মামলার পালাতক আসামি সৈয়দ শামীম আলী (৩৯)কে দূর্গাপুর এলাকা থেকে (৫০) পিস মোঃ সবুজ মোল্ল্যা(২৮) কে আলাদতপুর এলাকা থেকে (৪৭) পিস ইয়াবা ট্যাবলেট সহ ,জেলা ডিবি পুলিশের এসআই আনিস, এ এসআই নাহিদ, কং রকিব, সরোয়ার, বাবু মোহন কুনডু, সুপিয়ান, মফিজসহ গ্রেফতার করে নড়াইল সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) নড়াইলের সকলকে, ইয়বা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন।