সারাদেশ

নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

  মির্জা মাহমুদ রন্টু , নড়াইল প্রতিনিধি 10 December 2020 , 1:36:25 প্রিন্ট সংস্করণ

নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ডিসেম্বর) বেলা ১১টায় নড়াই-যশোর সড়কে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং মুক্তিযোদ্ধা সংসদ এ মানববন্ধনে অংশগ্রহন করে।

এ সময় নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,গনশিল্পি সংস্থার আহবায়ক মলয় কান্তি নন্দি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আসলাম খান লুলু, মাহবুব-ই রসুল অরুণ, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শামীমূল ইসলাম টুলু,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা মৎস্যজীবি লীগের সভাপতি বার বার নির্বাচিত পৌরসভার কাউন্সেলর নড়াইল পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভেঙ্গেছে তারা একাত্তরের পরাজিত শক্তির দোসর। এরাই বায়ান্নর ভাষা আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ধর্মের কথা বলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং লাখ লাখ মানুষকে হত্যা, জ্বালাও পোড়াও, লটতরাজ এবং মা-বোনদের সম্ভমহানী করেছিল। আজ এরা বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুর করে বাংলাদেশের শেকড়ে আঘাত করেছে,বাংলাদেশের বুকে হাতুড়িপেটা করেছে, রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। বক্তারা এই ধর্ম ব্যবসায়ী ফতোয়াবাজ এবং ইন্দোনদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের সকল দল, দেশের সকল প্রগতিশীল মানুষ, সাংস্কৃতিক সংগঠন এবং আপামর জনগনকে সাথে নিয়ে ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করা হবে বলে জানান।

মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নড়াইলের মূর্ছনা সংগীত নিকেতন, চিত্রা থিয়েটার, যুগান্তর সাংস্কৃতিক সংসদ, সরগম সংগীত বিদ্যালয়, গ্রেভ শিল্পী গোষ্ঠী, ছায়ানট, প্রতিধ্বনি নাট্য গোষ্ঠী, লাল বাউল সম্প্রদায়, ছন্দয়ন, মানিক-চয়ন স্মৃতি সংসদ, উদীচী, বেনুকা, সুরধাম, বাপ্পি স্মৃতি সংসদ, এস.এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, মনিকা একাডেমী,স্বরলিপি, কামব্যাক সোসাইটি, চলো পল্টাই, ফটোগ্রাফি সোসাইটিসহ ২৫টি সংগঠন অংশগ্রহন করে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।