সারাদেশ

নড়াইলে সাংস্কৃতিক সংগঠন নোঙরের বৃক্ষরোপন কর্মসুচি

  মির্জা মাহামুদ রন্টু , (নড়াইল জেলা) প্রতিনিধি 21 September 2020 , 9:52:23 প্রিন্ট সংস্করণ

নড়াইলে সাংস্কৃতিক সংগঠন নোঙরের বৃক্ষরোপন কর্মসুচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন নোঙরের পক্ষ থেকে নড়াইলে বিভিন্ন প্রজাতির গাছেরচারা রোপন করা হয়েছে।

সোমবার দুপুরে বরেন্য চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্সে গাছের চারা লাগিয়ে কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এসময় নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম, নোঙরের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বৈরাগী, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আসাদুর রহমান , সাংস্কৃতিক সংগঠক সালাউদ্দিন শীতল, শহীদুল্লাহ শাহীন সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, নোঙর সংগঠনটি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশের ১ শ নদী শনাক্ত করে সেখানে বৃক্ষ রোপন করছে। নড়াইলে এস এম সুলতানের কমপ্লেক্স, রুপগঞ্জ বাধাঘাট, চরের ঘাটসহ চিত্রা নদীর বিভিন্ন পয়েন্ট গাছের চারা রোপন করে। এছাড়া নদীর অবৈধ দখল ও দুষন এবং নৌপথে দূর্ঘটনা রোধে তারা সচেনতামুলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। #

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।