প্রতিনিধি 16 September 2020 , 5:27:24 প্রিন্ট সংস্করণ
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিপু সুলতানের বিরুদ্ধে অন্যের জমি দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে ।
তুলারামপুর গ্রামের স্থানীয় কৃষক মো:রওশন আলমের ২৬ শতক মাছের ঘের জোরপূর্বক দখলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে গিয়ে জানাযায় সুভাষ বিশ্বাস পিতা মৃত দেবেন্দ্র নাথ বিশ্বাস সং তুলারামপুর এর জমি যার সি/এস খতিয়ান ১৫৫হাল খতিয়ান ৫৩১ডিপি ৭৮৬নং খতিয়ান এর ২৬শতক জমি গত ইং২৭/১০/২০১৩ তারিখে ২০ বছর মেয়াদে রেজিঃআমমোক্তার নামায় মোঃরওশন আলম ভোগদখলে ছিলেন।
ভুক্তভুগী কৃষক মো:রওশন আলম জানান গত শনিবার ১২/৯/২০২০ তারিখ রাত্র১০.৩০মি সময় সাবেক চেয়ারম্যান টিপু সুলতান ও তাঁর পালিত সন্ত্রাসী বাহিনী তার ২৬ শতক জমিতে অবৈধভাবে পাইপ লাগিয়ে বালু ভরাট করা শুরু করে।এক পর্যায়ে আমি বাঁধা দিলে তারা আমার ওপর চড়াও হন। এবং কারো কাছে অভিযোগ করিলে আমার প্রান নাশ করার হুমকি দেন ।
এব্যাপারে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান টিপু সুলতান তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন অবৈধভাবে আমি কারো জমি দখল কিংবা বালু ভরাট করি নাই।একটি পক্ষ আমাকে সামাজিকভাবে হেয় করতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।