মির্জা মাহামুদ রন্টু (নড়াইল জেলা) প্রতিনিধি 22 September 2020 , 6:49:37 প্রিন্ট সংস্করণ
নড়াইল সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) দ্বি-বার্ষীকি কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্ধিতায় এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি কাজী আশরাফ সভাপতি এবং জিটিভির নড়াইল জেলা প্রতিনিধি মির্জা মাহামুদ হোসেন (রন্টু) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে নড়াইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে স্থানীয় ফ্রেন্ডস ক্যাফে হাউজে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।