সারাদেশ

পঞ্চগড়ে ট্রাক্টর ও মোটর সাইকেল সংঘর্ষে দুই কারারক্ষী নিহত 

  বাবলুর রশিদ বাবলু ,পঞ্চগড় জেলা প্রতিনিধি  16 September 2020 , 5:48:20 প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ে ট্রাক্টর ও মোটর সাইকেল সংঘর্ষে দুই কারারক্ষী নিহত 

পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান মুন(২৬) ও উৎপল চন্দ্র রায় (২৫) নামে দুই কারারক্ষী নিহত হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলাধীন মাগুরা ইউনিয়নের পঞ্চগড়- আটোয়ারী সড়কের প্রধান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ওই দুই কারারক্ষী পঞ্চগড় কেন্দ্রীয় কারাগারের সদস্য। মেহেদী হাসান মুন দিনাজপুর পার্বতীপুর উপজেলার মমিনুল হকের ছেলে এবং উৎপল চন্দ্র রায়ের বাড়ি ঠাকুরগাঁও জেলায় । তারা দুজনে আটোয়ারী উপজেলা থেকে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে ফিরছিলেন।

স্থানীয় পুলিশ জানায়, আজ বুধবার দুপুরে আটোয়ারী থেকে ওই দুই কারারক্ষী মোটর সাইকেল যোগে পঞ্চগড়ে ফেরার পথে সদর উপজেলার প্রধান পাড়া( রজলী খালপাড়া) এলাকায় পঞ্চগড়- আটোয়ারী মহাসড়করে আসলে এ সময় বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি দ্রুতগামী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে ওই দুই কারারক্ষী মারা যায়। এদিকে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মী ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও ডিফেন্সের পরিদর্শক ভূপেন্দ্র নাথ চন্দ্র বর্মন জানান,আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করি। আমরা জানতে পেরেছে তারা দুজনে কারারক্ষী সদস্য।

এদিকে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মোঃ কাইয়ুম মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ কারারক্ষীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।