সারাদেশ

পঞ্চগড়ের বোদায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু

  বাবলুর রশিদ বাবলু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ 10 September 2020 , 6:02:26 প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ের বোদায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু

পঞ্চগড়ে বোদা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে খায়রুল ইসলাম (৩৮) নামে এক কনফেকশোনারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

খায়রুল ইসলাম বোদা উপজেলার মোঃ আব্দুল মালেকের ছেলে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়া পাড়া এলাকায় এই র্মমান্তিক দূর্ঘটনাটি ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিহত খায়রুল ইসলাম তার কনফেকশোনারি দোকান খুলে এবং দোকানের বৈদ্যুতিক সুইজ বোর্ডে বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় বৈদ্যুতিক শকে গুরুত্বর আহত হলে তাকে ঘটনা স্থল থেকে স্থানীয়রা তাৎক্ষানিক ভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানা অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈম মিয়া জানান, বিদ্যুৎ স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।