বাবলুর রশিদ বাবলু ,(পঞ্চগড় জেলা) প্রতিনিধি : 11 September 2020 , 6:25:44 প্রিন্ট সংস্করণ
গত আগষ্ট মাসে সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় পঞ্চগড়ে ৫ থানার মধ্যে আটোয়ারী থানা পুলিশকে নির্বাচিত করে মো. ইজার উদ্দিনকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।
জানা গেছে, আটোয়ারী থানা এলাকাটি একসময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল।এই থানায় ২০১৯ সালের ৫ নভেম্বরে ওসি হিসেবে ইজার উদ্দিন যোগদান করেন।এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মাদক, হারিয়ে যাওয়া ২৪টি ল্যাপটপ ,মোটরসাইকেলসহ অনেক মালামাল।
জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী তার হাতে (পুরস্কার হিসেবে) ৫ হাজার টাকা তুলে দেন।