সারাদেশ

পঞ্চগড়ে পিকআপের ধক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

  বাবলুর রশিদ বাবলু ,(পঞ্চগড় জেলা) প্রতিনিধি : 17 September 2020 , 5:20:30 প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ে পিকআপের ধক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড়ে পিকআপের ধাক্কায় মিলন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলার সদর উপজেলাধীন পঞ্চগড়-টুনিরহাট সড়কের পূর্বজালাসি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন সদর উপজেলা কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা এলাকার রুহুল আমিনের পুত্র।

স্থানীয়রা জানায়, বৃৃৃৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে মিলন পঞ্চগড় থেকে তালমা যাওয়ার সময় পঞ্চগড় পৌরসভার একটি ময়লা বহনকারী পিকআপ জালাসি পাড়া এলাকায় ধাক্কা দিলে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় মিলন।

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।

পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) জামাল হোসেন পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।