সারাদেশ

পঞ্চগড় প্রেসক্লাবের অনুকূলে জমির দলিল হস্তান্তর

  বাবলুর রশিদ বাবলু ,(পঞ্চগড়) প্রতিনিধি 2 September 2020 , 12:35:18 প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় প্রেসক্লাবের অনুকূলে জমির দলিল হস্তান্তর

পঞ্চগড় প্রেসক্লাবের অনুকূলে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর কাছে প্রেসক্লাবের অনুকূলে জমির দলিল হস্তান্তর করেন। ভুমি মন্ত্রণালয় প্রেসক্লাবের আবেদনের প্রেক্ষিতে জমি বরাদ্দ দেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ১৯৭৪ সালে পঞ্চগড় প্রেসক্লাব প্রতিষ্ঠার পর খাস জমির অস্থায়ী ভবনে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বিষয়টি জেনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত সদিচ্ছায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনসহ স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের সহযোগিতায় দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে প্রেসক্লাবের অনুকূলে জমির দলিল হস্তান্তর করা হয়। সরকার মাত্র ১০ হাজার ১ টাকা প্রতীকি মুল্যে জমিটি বরাদ্দ দেন।

জমি বরাদ্দ পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব-১ মো. সালাহউদ্দীন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকি, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের সাবেক কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তাসহ প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার জন্য পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ কৃতজ্ঞতা জানান।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।