বাবলুর রশিদ বাবলু ,(পঞ্চগড় জেলা) প্রতিনিধি : 12 September 2020 , 9:27:12 প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় রেলওয়ে স্টেশনের লাইন সম্প্রসারণ, স্টেশন বর্ধিতকরণ, ওয়েল টেঙ্কার স্থাপনসহ বিভিন্ন কাজ পরিদর্শনে এসছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ।
শনিবার বিকেলে বিশেষ ট্রেন যোগে তিনি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান।
পরে তিনি মালামাল পরিবহণের জন্য বর্ধিত স্টেশনের চলমান কাজ, এক লক্ষ লিটারের ওয়েল টেঙ্কার নির্মানের জায়গা ও রেল লাইন সম্প্রসারণ কাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, চীফ প্রকৌশলী আল ফাত্তাহ মোঃ মাসুদ, ইলেক্ট্রিক প্রকৌশলী শফিকুর রহমান, অপারেটিং সুপারিন্টেনডেন্ট শহীদুল ইসলাম, কমার্শিয়াল ম্যানেজার আহসান উল্লাহ ভুইয়া, লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার তাপস কুমার দাস, পঞ্চগ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু হাসনাত মোঃ সাইফুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন মাস্টার মোশারফ হোসেন প্রমূখ।